মার্কিন নাগরিকত্ব পেলেন ট্রাম্পের শ্বশুর-শাশুড়ি

Sharing is caring!

তা-মাতা’র অন্তত পাঁচ বছর গ্রিন কার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রে বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করার কথা ছিলো।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা’র ওয়েবসাইট অনুসারে, নিউ ইয়র্কে সাধারণ আবেদন গ্রহণ হতে গড়ে  ১১ থেকে ২১ মাস সময় লাগে। সেক্ষেত্রে তা বেশকিছু বিষয় ও আবাসনের  প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়।
ট্রাম্পের শ্বশুর-শাশুড়ির আইনজীবী ওয়াইল্ডস জানান, তারা পাঁচ বছরের শর্ত পূরণ করেছে। তবে এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি।
ট্রাম্পের শ্বশুর ভিক্টর পূর্বে  স্লোভেনিয়ার সেভনিকা শহরের একজন গাড়ি বিক্রেতা ছিলেন।  তার স্ত্রী আমালিজা কাজ করতেন একটি টেক্সটাইল কারখানায়। তাদের দুজনেরই বয়স ৭০ এর কোঠায়।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!