মঠবাড়িয়ায় স্লুইজ গেটে অভিযান, নিষিদ্ধ জাল ও নৌকা জব্দ

Sharing is caring!

মঠবাড়িয়া প্রতিনিধি ঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা মৎস্য অধিদপ্তর উপজেলা চালিতাবুনিয়া স্লুইজ গেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকার নিষিদ্ধ জাল ও একটি মাছ ধরা নৌকা জব্দ করা হয়। সোমবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ডু ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক এ অভিযান পরিচালনা করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জব্দকৃত জাল ও অন্যান্য উপকরণ ¯øুইজ গেটের পাশে আগুনে পুড়িয়ে বিনস্ট করে জালের অবকাঠামো স্থানীয় একটি এতিম খানায় জ্বালানি কাঠ হিসেবে প্রদান করেন।

জানাগেছে, মৎস্য অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চালিতাবুনিয়া ¯øুইজ গেট এলাকায় অভিযান চালায়। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতি টের পেয়ে নিষিদ্ধ জাল ও মাছ ধরা সরঞ্জাম একটি ঘরে তালা লাগিয়ে অসাধু জাল মালিক পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত সাংবাদিক ও স্থানীয় জন প্রতিনিধি সঙ্গে নিয়ে ওই ঘরের তালা ভেঙ্গে নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস কর হয়।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!