মঠবাড়িয়ায় নিখোঁজের ৩৮ দিন পর ঢাকা থেকে কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

Sharing is caring!

মঠবাড়িয়া সংবাদদাতা :
পিরোজপুরের মঠবাড়িয়ায় বনানী মজুমদার(১৬) নামে এক কিশোরী নিখোঁজের ৩৮দিন পর উদ্ধার করেছে পুলিশ । গত শনিবার ঢাকার দারুসালাম এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। অপহরণকারী বেল্লাল হোসেন হাওলাদার (২৫) কে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। রবিবার ঢাকা থেকে তাদের মঠবাড়িয়ায় থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত বেল্লাল উপজেলার বেতমোর ইউনিয়নের ঘোপখালী গ্রামের মৃত: ইউসুফ হাওলাদারের ছেলে।

অপহৃত কিশোরী বনানী উপজেলার বেতমোর ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের দিনমজুর জলধর মজুমদারের মেয়ে ও বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনষ্টিটিউশন হতে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে,গত ২০ মার্চ বুধবার বিকেলে উপজেলার রাজপাড়া গ্রামে স্কুল ছাত্রী বনানী তার মামার বাড়িতে বেড়াতে যায়। পথে বেল্লাল মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত ২০ এপ্রিল কিশোরীর বাবা জলধর মজুমদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি অপরহণ মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বেল্লালকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভূক্তভোগি কিশোরীর ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!