মঠবাড়িয়ার কে,এম -৯২ ফোরামের উদ্যোগ ইফতার মাহফিল, ৯ ক্যাটাগরীতে সম্মাননা প্রদান

Sharing is caring!

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: : পিরোজপুরের মঠবাড়িয়া কে,এম লতীফ ইনস্টিটিউশনের ’৯২ ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের ক্যাফে আড্ডা রেস্তোরায় ইফতার মাহফিল শেষে কে,এম, ’৯২ ফোরামের সদস্যরা বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় ৯ গুনিজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

কে,এম, ’৯২ ফোরাম প্রতিষ্ঠিতার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আর্থ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তারই ধারাবাহিকতায় এ বছর দেশের বিভিন্ন স্থানে থেকে অবদান রাখা সদস্যদের মেসেনজার গ্রুপের কথোপকথন ও মতামতের ভিত্তিতে বেস্ট পারফর্মার ক্যাটাগরি জুরি বোর্ডের সিদ্ধান্তে ৯ গুনিজনকে সম্মাননা স্মারক প্রদান করার আয়োজন করা হয় ।
এর মধ্যে মানব সেবা ও মানব সম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখায় উপজেলার আমড়াগাছিয়া গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের ছেলে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ব্যবসা সহজিকরণে বিশেষ অবদান (কাস্টমস) ক্যাটাগরিতে পৌর শহরের আরামবাগের প্রয়াত প্রফেসর মজিবর রহমান এর ছেলে যুগ্ম কমিশনার কাস্টমস মুশফিকুর রহমান মিঠু,চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় আঙ্গুল কাটা গ্রামের কৃতি সন্তান কাছেম আলী মাতুব্বরের ছেলে ডাঃ জামাল মিয়া শোভন, আইনশৃঙ্খলা সেবায় বিশেষ অবদান ক্যাটাগরিতে আমড়াগাছিয়া গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধার মজিবুর রহমানের ছেলে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, রাজনীতি পেশায় বিশেষ অবদান ক্যাটাগরি বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ও মা বীর রোকেয়া বেগম এর একমাত্র ছেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটি মোঃ তানভীর হোসেন রুবেল, ব্যাংকিং সেবায় বিশেষ অবদান ক্যাটাগরিতে অবসর প্রাপ্ত প্রাণিসম্পাদ কর্মকর্তা এমএ বারী সাহেবের কণিষ্ঠ ছেলে এইএসবিসি ব্যাংক এবিপি কর্মকর্তা জাকির হোসেন রুবেল, শিা সেবায় (প্রাথমিক) বিশেষ অবদান ক্যাটাগরিতে মঠবাড়িয়ার (খানসাহেব বাড়ীর) অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা আলী হোসেন জমাদ্দার ও মা অবসর প্রাপ্ত সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগমে প্রথম সন্তান প্রাধান শিক্ষক আলী হায়দার সোহেল, উদ্যোগী সেবায় বিশেষ অবদান ক্যাটাগরিতে ৫৬ নং মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের (পাঠশালার হুজুর স্যার) সাবেক শিক মরহুম আলহাজ্ব মোঃ আঃ হক মাষ্টার মেঝ ছেলে ও পারটেক্স গ্রুপের বরিশাল বিভাগের ম্যানেজার জনাব আলমগীর হোসেন, বেস্ট পারফরমেন্স ক্যাটাগরিতে পৌর শহরের ১নং ওয়ার্ডের কৃতি সন্তান ফজলুল হক এর ছেলে সোমাটেক ফার্মাসিউটিক্যালস্ শামীম মিয়াকে সম্মাননা প্রদান করা হয়। এরা নয় জন তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের সাফল্যের পরিচয় দিয়েছেন। এছাড়া লাবলী বার্ড গ্রুপের বেস্ট পারফরমার নারী সাংবাদিক ওনারী জাগরণে বিশেষ ভুমিকা রাখায় শহরের দক্ষিন বন্দরের কৃতি সন্তান মো. ফজলুল হক ফরাজীর কন্যা সাংবাদিক ইসরাত জাহান মমতাজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!