Realme 3 তে থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা
২০১৮ সালে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে প্রতিযোগীদের চাপে ফেলেছিল রিয়েলমি (Realme)। শুরুতে অপ্পো-আর সাব-ব্র্যান্ড হিসাবে লঞ্চ হলেও পরে কোম্পানির তকমা পেয়েছে Realme। বাজারে নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে চিনের কোম্পানিটি। নতুন Realme 3 ফোনে থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। সম্প্রতি লঞ্চ হওয়া রেডমি নোট ৭ ফোনেও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা দেখা গিয়েছিল। রিয়েলমি ছাড়াও মটোরলা, হুয়াউয়ে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
সম্প্রতি এক রিপোর্তে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন, ২০১৯ সালের প্রধমার্ধে বাজারে আসবে রিয়েলমি ৩। তবে, তিনি এর দাম অথবা স্পেসিফিকেশান জানাননি। তবে, তিনি জানিয়েছেন, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন তৈরীতে ব্যাস্ত রয়েছে কোম্পানি।
রেডমি নোট ৭ কে টেক্কা দিতেই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে রিয়েলমি। ২০১৯ সালের জানুয়ারিতে লঞ্চ হয়েছে রেডমি নোট ৭। এই ফোনে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ।
এই মুহুর্তে বাজারে রয়েছে রিয়েলমি ইউ১, রিয়েলমি ২, রিয়েলমি ২ প্রো, এবং রিয়েলমি সি১। শিঘ্রই বাজারে আসতে চলেছে কোম্পানির নতুন রিয়েলমি এ১ স্মার্টফোন।
এক নজরে Realme 3 স্মার্ট ফোনঃ
- নতুন Realme 3 ফোনে থাকবে 48MP ক্যামেরা
- 2019 সালের প্রধমার্ধে বাজারে আসবে Realme 3
- 48MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ