বিশ্বের সবচেয়ে অলস দেশ কুয়েত ! বিবিসি

Sharing is caring!

নিউজ ডেস্ক : বিবিসি এক রিপোর্টে জানিয়েছে , বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন অনুসারে, প্রতি চার জনের একজনের যতটা ব্যায়াম করা দরকার, তা করা হয় না। ১৬৮টি দেশের ওপর চালানো এই জরিপ অনুসারে, উগান্ডা সবচেয়ে বেশি পরিশ্রমী মানুষের দেশ। আর সবচেয়ে অলস মানুষের দেশ কুয়েত।

এতে অস্ট্রেলিয়া ৯৭তম, ভারত ১১৭তম, ফিলিপিন্স ১৪১তম, যুক্তরাষ্ট্র ১৪৩তম, যুক্তরাজ্য ১২৩তম, সিঙ্গাপুর ১২৬তম এবং ব্রাজিল ১৬৪তম অবস্থানে আছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কুয়েত, আমেরিকান স্যামোয়া, সৌদি আরব ও ইরাকের অর্ধেকেরও বেশি সংখ্যক মানুষ ব্যায়াম করে না। অন্যদিকে উগান্ডার মাত্র পাঁচ দশমিক পাঁচ শতাংশ মানুষ এই বিষয়ে যথেষ্ট সক্রিয় না।

সংস্থাটির মতে, প্রতি সপ্তাহে একজন মানুষের কমপক্ষে ৭৫ মিনিট ব্যায়াম করাই যথেষ্ট। বেশির ভাগ দেশের পুরুষদের তুলনায় নারীরা বেশি অলস। ধনী দেশের চেয়ে গরিব দেশের মানুষ বেশি কর্মশক্তি সম্পন্ন।

বৈশ্বিক ব্যায়ামের মাত্রা ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত উল্লেখযোগ্য হারে বাড়েনি। তাই সংস্থাটির মতে, বিশ্বের বেশির ভাগ দেশের কর্মশক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া খুব জরুরি।

গত বুবধার(৫ সেপ্টেম্বর ২০১৮) যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!