এবার হজে ১৩ বাংলাদেশির মৃত্যু।

Sharing is caring!

সৌদি আরবে হজ করতে এসে গত সোমবার থেকে মিনা ও আরাফাতের ময়দানে মারা গেছেন ১৩ বাংলাদেশি হজযাত্রী।

যারা মারা গেছেন তাদের মধ্যে ১১ জন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন।

তাঁরা হলেন- কুমিল্লা চান্দিনার মো. রুহুল আমিন (৬২), ঢাকার রামপুরার এ আর এস এ সামাদ (৬৪), পটুয়াখালীর গলাচিপার আবদুল খালেক খাঁন (৫৬), মানিকগঞ্জ জেলার দৌলতপুরের মো. নুরুল ইসলাম নুনু (৫৬), ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার রফিকুল ইসলাম (৫৪), বরগুনা জেলার সদর উপজেলার বুড়িরচরের মো. ইউসুফ আলী (৫৮), ঝিনাইদহ জেলা সদরের মো. হাবিবুর রহমান (৭৫), ব্রাহ্মণবাড়িয়া সদরের মো. শাহাজাহান (৬৫), ফেনীর ছাগলনাইয়া পৌরসভার আবদুস ছালাম (৪৯), চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মো. বেলায়েত হোসেন খাঁন (৬২) ও কুষ্টিয়ার দৌলতপুরের মো. হাফিজ উদ্দিন (৬৭)। এ ছাড়া দুই নারী হলেন মুন্সিগঞ্জ সদরের ছুফিয়া বেগম (৭৯) ও বাগেরহাট জেলার মোল্লাহাটের মোসাম্মদ জোছনা বেগম (৪৩)।

চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৭১ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় ৪৮ জন, মদিনায় ছয়জন, মিনায় নয়জন, আরাফায় ছয়জন ও জেদ্দায় দুইজন মারা গেছেন। এর মধ্যে ১২ জন নারী ও ৫৯ জন পুরুষ রয়েছেন।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!