ঝড়ো হাওয়ার কবলে কক্সবাজারের চ্যানেলে দুটি জাহাজ ডুবে গেছে
নিউজ ডেস্ক : কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে গেছে দুইটি জাহাজ। জাহাজের ১০ ক্রুকে জীবিত উদ্ধার করেছে নৌ-বাহিনী।
বুধবার (৭ আগস্ট) বিকেলে আইএসপিআরের সহকারী পরিচালক (নৌ-বাহিনী ডেস্ক) রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে উত্তাল সমুদ্রে ক্লিংকারবাহী জাহাজ এমভি টিটু-১৮ ও ১৯ ডুবে গেছে। জাহাজে কতজন ক্রু ছিলো তা বলা যাচ্ছে না। তবে ১০ ক্রুকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী।
অন্যদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনীর জাহাজ দুর্জয়, শৈবাল, সুরভি ও সোয়াডস। উদ্ধার কাজ শেষ হলে আরও বিস্তারিত বলা যাবে। আমরা বিষয়টি তদারকি করছি বলে জানান তিনি।
উদ্ধার হওয়া নাবিক ও ক্রুরা বলছেন, জাহাজ ডুবে যাওয়ার পর তারা মৃত্যুর মুখে পড়েছিল। উদ্ধার সম্ভব হবে না মনে করে নিজেদের জীবনের মায়া ছেড়ে দিয়েছিল।
উদ্ধার হওয়া ১১ জনকে চিকিৎসা দিতে হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদিকে বাকি ২ জনকে উদ্ধারে চেষ্টা চলছে।